পাকিস্তানে পৃথক ঘটনায় ২২ জঙ্গি ও ৯ নিরাপত্তা সদস্য নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে শুক্র ও শনিবার আলাদা তিন অভিযানে ২২ জঙ্গি এবং ছয় সেনা নিহত হয়েছে। আর বেলুচিস্তানে হামলায় তিন নিরাপত্তা সদস্য নিহত ও আরও তিনজন আহত হয়েছে।
দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার পাখতুনখওয়ার ট্যাংক, উত্তর ওয়াজিরিস্তান ও হাঙ্গু জেলায় অভিযান চালানো হয়।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন লিখেছে, ট্যাঙ্কের গুল ইমাম এলাকায় সেনা অভিযানে ৯ জঙ্গি নিহত হওয়ার পাশাপাশি ছয় জঙ্গি আহত হয়েছে। আর উত্তর ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর হাতে ১০ জঙ্গি নিহত হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, তৃতীয় অভিযানটি পরিচালনা করা হয়েছে হাঙ্গু জেলার থল এলাকায়; সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রচণ্ড গোলাগুলির মধ্যে ৩ জঙ্গি নিহত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এ মাটির ছয় বীর সন্তান বীরত্বপূর্ণ লড়াই করে চূড়ান্ত ত্যাগ স্বীকার করে শাহাদাতকে বরণ করেছেন।”
বাকি হুমকি দূর করতে ওইসব এলাকায় মূলোৎপাটন অভিযান চলছে জানিয়ে আইএসপিআর বলেছে, “পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জঙ্গিবাদের হুমকি নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং আমাদের সাহসী সেনাদের এই ধরনের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- জঙ্গি নিহত
- সেনা নিহত