You have reached your daily news limit

Please log in to continue


চুমু খাবেন তরুণকে, বাসন মাজবেন প্রেমিকের মায়ের সঙ্গে! পরিষেবার তালিকা দিলেন ‘ভাড়াটে’ প্রেমিকা

বছর শেষে আসছে উৎসবের মরসুম। কোনও তরুণ যদি এই মরসুমে একা সময় কাটাতে না চান তা হলে তরুণী সানন্দে তাঁদের সঙ্গে সময় কাটাতে ইচ্ছুক। তবে তরুণীর সময়ের দাম দিতে হবে তরুণকে। শয়ে শয়ে ডলার খরচের পাশাপাশি তরুণীকে দিতে হবে উপহারও। ডিসেম্বরের শুরুতে দামের তালিকা দিয়ে নানা ধরনের ‘প্যাকেজ’-এর ফিরিস্তি দিলেন ২৯ বছরের তরুণী জেসেনিয়া রেবেকা। মিয়ামির বাসিন্দা জেসেনিয়া।

জেসেনিয়া পেশায় মডেল। দুষ্টু ওয়েবসাইটে ছবি এবং ভিডিয়ো পোস্ট করে উপার্জন করেন তিনি। জেসেনিয়া জানান, বড়দিনের সময় তিনি অচেনা তরুণদের প্রেমিকা সাজতে রাজি রয়েছেন। কিন্তু ঘণ্টা প্রতি পারিশ্রমিকও আদায় করবেন তিনি। যাঁর প্রেমিকা সেজে যাবেন, তাঁকে দিতে হবে দামি উপহারও। ২৫০ ডলার (ভারতীয় মুদ্রায় ২১ হাজার টাকা) খরচ করলে জেসেনিয়া ওই তরুণের প্রেমিকা সেজে তাঁর পরিবারের সঙ্গে ডিনার করতে পারবেন। তরুণের পোশাকের সঙ্গে রংমিলান্তি করে পোশাকও পরবেন তিনি। তরুণের পরিবারকে কয়েকটি হাসির চুটকিও শোনাতে পারবেন জেসেনিয়া। কিন্তু দু’ঘণ্টার বেশি সময় খরচ করবেন না তরুণী। এই প্যাকেজটির নাম জেসেনিয়া রেখেছেন ‘সিলভার’।

‘গোল্ড’ প্যাকেজেরও সুবিধা লাভ করতে পারেন তরুণেরা। সে ক্ষেত্রে ৪৫০ ডলার (ভারতীয় মুদ্রায় ৩৮ হাজার টাকা) পারিশ্রমিক নেবেন জেসেনিয়া। সে ক্ষেত্রে তরুণের পরিবারের সঙ্গে ডিনার করবেন তিনি। তরুণের সঙ্গে প্রথম আলাপের একটি মিষ্টি, রোম্যান্টিক গল্পও শোনাবেন জেসেনিয়া। পরিবারের সকলের সঙ্গে ছবিও তুলবেন তিনি। সে ক্ষেত্রে সময়ের পরিসীমা মাত্র ৩ ঘণ্টা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন