আবারও বিয়ে বাড়িতে নাচলেন শাহরুখ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:৫২

শুধু পর্দায় নয়, বিভিন্ন অনুষ্ঠানেও নাচতে দেখা যায় বলিউড কিং শাহরুখ খানকে। এক সময় বিত্তবান পরিবারের সন্তানদের বিয়েতেও দলবল নিয়ে নাচতে যেতেন। কিন্তু গত কয়েক বছরে আর তেমন কোনও অনুষ্ঠানে নাচতে দেখা যায়নি বলিউডের বাদশাহকে।


তবে আবারও শাহরুখকে দেখা গেছে দিল্লির এক বিবাহ অনুষ্ঠানে নাচতে। মঞ্চে উঠে কালো গলাবন্ধ পোশাক, কালো রোদচশমায় আগুন ঝরালেন তিনি। কখনও ‘ঝুমে জো পঠান’ তো কখনও ‘প্রিটি ওম্যান’— নাচলেন কনের সঙ্গে। 


কখনও বরকে শিখিয়ে দিলেন ঠিক কীভাবে প্রেম প্রস্তাব দিতে হবে, কীভাবে দু’বাহু বাড়িয়ে জড়িয়ে নিতে হবে প্রেমিকাকে। এক সময় মঞ্চের উপর তিনি নিজেও জড়িয়ে ধরলেন আলিঙ্গনরত বর-বধূকে। তিনি যে শাহরুখ খান, আন্তরিকতার উষ্ণতা তাকে উজ্জীবিত রাখে প্রতি মুহূর্তে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও