ছাত্র রাজনীতির ঐক্যে বিভক্তির সুর
সরকার পতনের সফল আন্দোলনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অন্যান্য ছাত্র সংগঠন জাতীয় ঐক্য রক্ষায় একসঙ্গে কাজ করার কথা বললেও চার মাস না যেতেই ছন্দপতনের আভাস মিলতে শুরু করেছে।
সংগঠনগুলোর একটি অংশ আরেক অংশের বৈঠকে যাচ্ছে না; শুরুর মত তাদের ঐক্য আগের ধারায় আছে কি না সামনে এসেছে সেই আলোচনা।
আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে অভ্যুত্থানে সক্রিয় ছাত্র সংগঠনগুলো নিজেদের মত কার্যক্রম শুরু করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও দেশজুড়ে তাদের সাংগঠনিক পরিধি বাড়াতে থাকে। সময়ে সময়ে সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে তারা।
৫ অগাস্ট পরবর্তী এই চার মাসে নানা ঘটনাপ্রবাহের মধ্যে সংগঠনগুলো একদিকে যেমন যৌথ কিছু বৈঠক করেছে, তেমনি গত কয়েকদিন ভিন্ন কিছু ঘটনা নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।
গত ৩ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একটি অংশ মতবিনিময় করে।
পরদিন ছিল সরকার পতনে নেতৃত্ব দেওয়া এ সংগঠনের সভা। কিন্তু তাতে যোগ দেয়নি জাতীয়তাবাদী ছাত্রদলসহ মূলধারার বেশ কয়েকটি ছাত্র সংগঠন। অবশ্য ইসলামী ছাত্রশিবিরের নেতারা সভায় ছিলেন।
- ট্যাগ:
- রাজনীতি
- ছাত্র আন্দোলন
- বিভক্তি
- জাতীয় ঐক্য