শিক্ষকদের চাপে বেরিয়ে গেলো শাবিপ্রবিও, গুচ্ছ ভর্তিতে ফের ‘সংশয়’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৩২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পর গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের চাপের মুখে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন নিজস্ব ব্যবস্থাপনায় স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।


শনিবার (৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আগামী ১২ ডিসেম্বর বিকেল ৩টায় নির্ধারিত অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার পদ্ধতি ও বিস্তারিত নির্দেশিকা চূড়ান্ত করা হবে। ইতোমধ্যে ভর্তি কমিটিতে এসব বিষয়ে কাজের অগ্রগতি অনেকদূর এগিয়ে নিয়ে গেছে।


জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আজ বৈঠক করেছি। আমরা গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে এসেছি। আগামী শিক্ষাবর্ষ থেকে আমরা নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাবো। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকতাসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও