ভারতে গরু পেটানোর ভিডিওকে বাংলাদেশে ইসকনের খামারে হামলা বলে প্রচার

bangla.thedailystar.net প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩:১০

তিন-চারজন মিলে একটি গরুকে পেটানোর একটি ভিডিওকে বাংলাদেশে ইসকনের গরুর খামারে মুসলমানদের হামলা বলে ভারতে এক্স (সাবেক টুইটার) ও ফেসবুকে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে এই ভিডিওটি ভারতের পাঞ্জাব রাজ্যের জলন্ধরের।


অনলাইনের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমারস্ক্যানার এক প্রতিবেদনে এই অপতথ্যের কথা তুলে ধরেছে। তারা জানিয়েছে, যে ভিডিওকে বাংলাদেশে ইসকনের গরুর খামারে হামলা বলে প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।


প্রতিবেদনে বলা হয়, ভাইরাল ভিডিওটির একটি কিফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেখা যায়, ভিডিওটি গত ১৪ নভেম্বর ইনস্টাগ্রামের 'Vinay Kapoor3930' অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়। পোস্টের ক্যাপশন অনুসারে, ভিডিওটি ভারতের পাঞ্জাবের জলন্ধরে জামশের ডেইরিতে ধারণ করা হয়েছে। হিন্দি পোস্টটি গুগল ট্রান্সলেট দিয়ে ভাষান্তর করলে দাঁড়ায়, 'জলন্ধরের জামশের ডেইরিতে কিছু লোক একটি গরুকে (ষাঁড়) খুব নির্মমভাবে পেটায়; ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানাই যাতে এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।'


একইভাবে সার্চ করে ভিডিওটিসহ নিয়ে এক্সে একটি পোস্ট পাওয়া যায় যেটি গত ১৯ নভেম্বর আপলোড করা হয়। এই পোস্টের জবাবে ভারতের প্রাণী অধিকার সংগঠন PETA, পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের ১১ ধারা ও ভারতীয় দণ্ডবিধির ৩২৫ ধারার অধীনে সদর থানায় ইতিমধ্যে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।



ঘটনাটি নিয়ে ২৭ নভেম্বর 'Khabristanpunjabi' নামের একটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। খবরের সঙ্গে ওই ঘটনার ভিডিও থেকে নেওয়া একটি ছবিও জুড়ে দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, গরু পেটানোর ওই ঘটনাটি ঘটে পাঞ্জাবের জলন্ধরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও