কাজ বাকি রেখেই উদ্বোধনে যাচ্ছে বিআরটি প্রকল্প

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৪, ২১:১১

কিছু কাজ বাকি রেখেই আলোচিত বাস র‍্যাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের উদ্বোধন করতে যাচ্ছে সরকার।


প্রকল্প শুরুর প্রায় এক যুগ পর গাজীপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত আগামী ১৬ ডিসেম্বর বাস চালু করা হলেও কিছু সমস্যা থেকে যাবে বলে মনে করছেন সড়ক বিভাগের কর্মকর্তারা।


শনিবার দুপুরে প্রকল্প পরিদর্শন শেষে গাজীপুর মহানগরীর শিববাড়ি বিআরটি স্টেশনে এক সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক উদ্বোধনের বিষয়টি জানান।


যানজট কমানোর কথা বলে বিআরটি এর কাজ হাতে নেওয়া হলেও দীর্ঘ সময় ধরে এই প্রকল্পের কাজের কারণে এ পথের বিশেষত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীদের সীমাহীন ভোগান্তি পোহাতে হয়েছে। বিভিন্ন সময়ে দুর্ঘটনায় অন্তত ছয়জনের নিহত হওয়া ছাড়াও প্রকল্পের অব্যবস্থাপনা নিয়েও গাজীপুরের মানুষ বারবার ক্ষোভ প্রকাশ করেছেন।


এহছানুল হক বলেন, “বিআরটি প্রকল্পে অনেক টাকা-পয়সা খরচ হয়েছে, অনেক সময় নষ্ট হয়েছে। বহুদিন ধরে মানুষ এর প্রতীক্ষায় আছে। এর একটা অবসান হওয়া উচিত। প্রাথমিকভাবে দুটি এসি বাস দিয়ে পরীক্ষামূলকভাবে যাত্রী পরিবহন করা হচ্ছে। ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিআরটি প্রকল্পের উদ্বোধন করা হবে।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও