আরেক দফা পেছাল নাসার ‘আর্টেমিস ২’ মিশন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩

চাঁদে মানব নভোচারী পাঠানোর জন্য আসন্ন আর্টেমিস মিশনের নির্ধারিত সময় পিছিয়ে নতুন সূচি ঘোষণা করেছে নাসা।


এ বছর জানুয়ারিতে সময়সূচি স্থগিত করার পর, এটি মিশন পেছানোর দ্বিতীয় ঘটনা বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি বলেছে, এখন ২০২৬ সালের এপ্রিলে আর্টেমিস ২ মিশন হতে পারে। পাশাপাশি, আর্টেমিস ৩ মিশনে যাওয়ার পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের মাঝামাঝি সময়ে।


আর্টেমিস ১-এর পরীক্ষামূলক ফ্লাইটের সময় ওরিয়ন মহাকাশযানের হিট শিল্ড-এ সমস্যা দেখা দেয়, যেটি মিশন পিছিয়ে যাওয়ার আংশিক কারণ। সে পরীক্ষামূলক মিশনে, হিট শিল্ডের পোড়া উপাদান অপ্রত্যাশিতভাবে উধাও হয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও