আমাদের দেশে ছয়টি ঋতু থাকলেও গরম ও শীত—এ দুই ঋতুরই প্রাধান্য বেশি। গরমকালে বাতের ব্যথা থাকলেও মানুষকে খুব একটা কাবু করতে পারে না; কিন্তু শীতে কাবু করে ফেলে অনেক বেশি। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাতব্যথার কষ্টও বাড়তে থাকে।
সাধারণত নারীরা ৪০ আর পুরুষেরা ৫০ বছর পর জয়েন্টের সমস্যায় পড়েন। দেশের পঞ্চাশোর্ধ্ব জনসংখ্যার ৬৫ ভাগ ব্যথার সমস্যায় ভোগেন; বিশেষ করে যেসব জয়েন্ট শরীরের ওজন বহন করে এবং অতিরিক্ত ব্যবহৃত হয়; যেমন ঘাড়, কোমর, কাঁধের জয়েন্ট এবং হাঁটু।