শিক্ষা খাতের সংস্কার অপরিহার্য হয়ে উঠেছে
দেশে শিক্ষাক্ষেত্রে সংকট ও বৈষম্য দূর করতে একটি শক্তিশালী ও কার্যকর শিক্ষা কমিশনের গঠন জরুরি হয়ে পড়েছে। ছাত্র-জনতার আন্দোলনের সফলতায় অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশে বিভিন্ন খাতে (পুলিশ, প্রশাসন, নির্বাচন, গণমাধ্যম, নারী, পরিবেশ, সংবিধান ইত্যাদি) সংকট নিরসনে সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিন্তু শিক্ষা খাতে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি এখনো।
অথচ এ খাতের সংস্কার ছাড়া বৈষম্য নিরসনের উদ্যোগ পুরোপুরি সফল হবে না। ৮ আগস্টের পর এ পর্যন্ত বিভিন্ন সংবাদপত্রে শিক্ষা খাতের সংস্কারের জন্য সবচেয়ে বেশি লেখা ও পরামর্শ প্রকাশিত হয়েছে। কারণ, শিক্ষা শুধু মানবসম্পদ উন্নয়নের জন্যই নয়, বরং গণতন্ত্রের মূল ভিত্তি তৈরি, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সমাজের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ খাত। অথচ অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এ অত্যাবশ্যক খাতটিকে তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না।
- ট্যাগ:
- মতামত
- শিক্ষা খাতে দুর্নীতি
- শিক্ষা খাত