You have reached your daily news limit

Please log in to continue


ওয়েলিংটনে হ্যাটট্রিকে অ্যাটকিনসনের ইতিহাস

সেই ১৯৩০ সাল থেকে টেস্ট ম্যাচ হয়ে আসছে বেসিন রিজার্ভে। নিউ জিল্যান্ডে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ হয়েছে ওয়েলিংটনের এই মাঠেই, টেস্ট বিশ্বে এই ভেন্যুর অবস্থান অষ্টম। স্যার রিচার্ড হ্যাডলি থেকে শুরু করে কোর্টনি ওয়ালশ, ওয়ানিম আকরাম, ড্যানি মরিসন, ট্রেন্ট বোল্টসহ আরও কত বোলারের কত স্মরণীয় পারফরম্যান্স আছে এখানে। এই মাঠে ক্রিস মার্টিনের রেকর্ড তো দুর্দান্ত। কিন্তু এত বছরেও একটি হ্যাটট্রিক ছিল না এখানে। সেই অপূর্ণতা এবার ঘুচিয়ে দিলেন গাস অ্যাটকিনসন।

ওয়েলিংটনের দর্শকদের অবশ্য আক্ষেপ থাকতে পারে। অনেক ইতিহাসের স্বাক্ষী এই মাঠের প্রথম হ্যাটট্রিক হলো যে স্বাগতিকদের বিপক্ষেই! নিউ জিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্টের দ্বিতীয় সকালে হ্যাটট্রিক উপহার দিলেন ইংলিশ পেসার অ্যাটকিনসন।

শনিবার সকালে নিউ জিল্যান্ডের শেষ তিন উইকেট টানা তিন বলে নিয়ে ইতিহাসে নাম লেখান ২৬ বছর বয়সী পেসার। বাড়তি লাফানো বল ছাড়তে গিয়ে একটু দেরি করে ফেলেন ন্যাথান স্মিথ। বল তার ব্যাটে লাগে ছোবল দেয় স্টাম্পে। আরেকটি বাড়াতো লাফানো দারুণ ডেলিভারির জবাব ছিল না ম্যাট হেনরির। ক্যাচ তুলে দেন তিনি গালিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন