‘অভিজ্ঞতার মূল্য আলাদা, অভাব পূরণে সময় লাগবে’
সাড়ে ১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে টেস্ট ক্যারিয়ারও হয়ে গেছে প্রায় ৮ বছরের। অথচ তাসকিন আহমেদ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেললেন এবারের সিরিজেই, সেটাও তাদের মাটিতে। উপলক্ষটা তাঁর জন্য আরও বেশি স্মরণীয় হয়ে থাকবে; কারণ, অ্যান্টিগায় টেস্টে নিজের প্রথম ৫ উইকেটসহ ভালো বোলিংয়ের ধারাবাহিকতা ধরে রেখে তাসকিন হয়েছেন সিরিজ সেরা। কাল সেন্ট কিটস থেকে মুঠোফোনে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ দলের এই পেসার কথা বলেছেন তাঁর এই অর্জন এবং আরও অনেক কিছু নিয়েই—
প্রথম আলো: ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ টেস্ট জিতল, সিরিজ ড্র করল। আপনি ম্যান অব দ্য সিরিজ হলেন। সব মিলিয়ে কেমন লাগছে?
তাসকিন আহমেদ: টেস্ট সিরিজটা ড্র করতে পেরেছি, এটা খুবই আনন্দের। ওদের হোম কন্ডিশনে ডিউক বলে খেলা আমাদের জন্য সহজ ছিল না। হয়ত আমরা একটা টেস্ট হেরেছি, কিন্তু সব মিলিয়ে অসাধারণ দলীয় প্রচেষ্টা ছিল।
প্রথম আলো: এর আগে টেস্টে কখনো ম্যান অব দ্য ম্যাচও হননি। এবার একেবারে ম্যান অব দ্য সিরিজ...
তাসকিন: হ্যাঁ, টেস্টে এই প্রথম ম্যান অব দ্য সিরিজ হলাম; দারুন অভিজ্ঞতা। খুব উপভোগ্য ছিল। টেস্ট ক্রিকেটে ৫ উইকেট (৬/৬৪) পাওয়াটাও অনেক আনন্দের। ইচ্ছা ছিল অনেক দিনের, টেস্ট থেকে কবে ৫টা উইকেট আসবে? এবার এল। আশা করি সামনে এমন অনেক হবে… ইনশাল্লাহ।
- ট্যাগ:
- খেলা
- সাক্ষাৎকার
- ক্রিকেটার
- তাসকিন আহমেদ