![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-12-06%252F4e4jpqya%252FWhatsApp-Image-2024-12-06-at-8.55.49-PM.jpeg%3Frect%3D19%252C0%252C1091%252C727%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
রাউজানে বিজয় মেলা নিয়ে বিরোধ, বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
চট্টগ্রামের রাউজানে বিজয় মেলা নিয়ে বিরোধে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিএনপির কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধে৵ এ সংঘর্ষ হয়েছে।
উভয় পক্ষের আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন উপজেলা যুবদলের আহ্বায়ক রহিম উদ্দিন, সদস্য শাকিল হোসেন, মুহাম্মদ রিপন, মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ রবি, পৌর যুবদল সদস্য আবদুস সালাম, মুহাম্মদ রাকিবসহ ১০ জন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও উভয় পক্ষের দলীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাউজান সরকারি কলেজ মাঠে মাসব্যাপী বিজয় মেলা উদ্যাপনের আয়োজন চলছে, যা ৫ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল; কিন্তু দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে বিরোধের কারণে সেটি উদ্বোধন করা যায়নি। এর মধ্যে আজ বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে বিজয় মেলা উদ্যাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় গোলাম আকবর খন্দকারের পক্ষের নেতা-কর্মীরা। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ জসিম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি হাসান জসিম ও জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জি এম মোরশেদ প্রমুখ। বিক্ষোভ মিছিলের খবর পেয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা জড়ো হয়ে অপর পক্ষকে বাধা দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে উভয় পক্ষের লোকজন সরে যান।