অনলাইনে গেম খেলার নেশা থাকলে মানতে হবে ১৫ বিষয়
অনলাইনে গেম খেলতে পছন্দ করেন আট থেকে আশি সব বয়সী মানুষ। অনেকের এটি নেশায় পরিণত হয়েছে। তবে অনলাইনে গেম খেলতে গিয়ে প্রতারকের পাল্লায় পড়তে পারেন। অর্থ, সম্মান খোয়াতে হতে পারে অনলাইন গেম খেলতে গিয়ে।
স্মার্টফোন,। ল্যাপটপ বা ডেস্কটপে যেহেতু গেম খেলছেন। এসব ডিভাইসে আপনার ব্যক্তিগত তথ্য, যা সাইবার অপরাধীদের হাতে চলে যেতে পারে। তাই অনলাইন গেম খেললে অবশ্যই আপনার কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। এতে আপনি নিরাপদ থাকতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কী কী বিষয়ে নজর রাখতে হবে আপনাকে-
>> যে গেম খেলতে চান, সেটা সব সময়েই ট্রাস্টেড বা ভেরিফায়েড অ্যাপ স্টোর থেকেই ডাউনলোড করুন।
>> আকর্ষণীয় গেমের বিজ্ঞাপন দেখে ডাউনলোড করে ফেলবেন না। এ থেকে প্রতারণার ফাঁদ পাতা হতে পারে। তাই সতর্ক হোন।
>> অনেক সময়ে মেসেজ এ লিংক পাঠিয়ে বা সোশ্যাল মিডিয়ায় লিংক ছড়িয়ে গেমের বিজ্ঞাপন দেওয়া হয়। এতে ক্লিক করবেন না।
>> গেমিং হার্ডওয়্যার ও সফটওয়্যার যেন নির্দিষ্ট সময় অন্তর আপডেট করা হয়।
- ট্যাগ:
- প্রযুক্তি
- টিপস ও ট্রিক্স
- অনলাইন গেম