এ বছরের স্পটিফাই র‍্যাপড-এ এলো নতুন এআই ফিচার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৪, ২২:১২

জনপ্রিয় সংগীত স্ট্রিমিং অ্যাপ স্পটিফাই নিজেদের বার্ষিক আয়োজন ‘র‍্যাপড’-এ নতুন একটি এআই ফিচার যুক্ত করেছে।


সাধারণত স্পটিফাই র‍্যাপড ফিচারে প্রতি বছরের ব্যবহারকারীর শোনা সেরা গান, সেরা বিভাগ, ও কীভাবে বছরজুড়ে সেগুলো পরিবর্তিত হয়েছে তা দেখায়। এর পাশাপাশি, নতুন কিছু এআই উদ্ভাবন যুক্ত হয়েছে এ বছর।


নতুন ফিচারের একটি হল ‘এআই পডকাস্ট’, যা সারা বছর ধরে ব্যবহারকারীর শোনা গানের বিষয়ে একটি নকল কথোপকথন তৈরি করে। এতে সার্চ জায়ান্ট গুগলের প্রযুক্তি ব্যবহার করছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।


পডকাস্টের দুজন স্বয়ংক্রিয় হোস্ট ব্যবহারকারীর শোনা গানের বিষয়ে কথা বলবেন। এটি গুগলের ‘নোটবুকএলএম’ এআই প্রযুক্তির মাধ্যমে চলবে। সার্চ জায়ান্টের এআই প্রযুক্তিটি বিশাল ডেটা থেকে বাছাই করতে পারে। ফলে, পডকাস্টটিকে এটি করে তুলবে বাস্তবসম্মত।


পাশাপাশি, স্পটিফাইয়ের আরও একটি কৃত্রিম বুদ্ধিমত্তা টুল রয়েছে, এআই ডিজে। গত বছর প্রকাশিত এ টুলেও নতুন র‍্যাপড আপডেট এসেছে। এখন গোটা বছরে ব্যবহারকারীর গানের ট্রেন্ডস শোনাবে এআই ডিজে এবং বছরজুড়ে এ ফিচার নিয়ে ব্যবহারকারীর অভিজ্ঞতাও শোনাবে এটি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও