অনুশীলনে ফিরলেন ভিনিসিয়ুস

ডেইলি স্টার প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৪, ২০:০৬

শেষ তিনটি ম্যাচে মাঠে নামতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র। তার অনুপস্থিতি হাড়েহাড়ে টের পেয়েছে রিয়াল মাদ্রিদ। তিন ম্যাচের দুটিতেই হেরেছে ক্লাবটি। তবে অবশেষে স্বস্তির খবর পেয়েছে মাদ্রিস্তিতারা। অনুশীলনে ফিরেছেন এই ব্রাজিলিয়ান তারকা। তার সঙ্গে অনুশীলনে ফিরেছেন দাভিদ আলাদাও।


স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও স্পোর্ত তাদের সংবাদে জানিয়েছে, শুক্রবার সকালে দলের অনুশীলনে দেখা গিয়েছে ভিনিসিয়ুস ও আলাবাকে। হ্যামট্রিং ইনজুরি থেকে ধারণার চেয়ে আগেই সুস্থ হয়ে উঠেছেন ভিনি। ধারণা করা হচ্ছে আতালান্তা বা রায়ো ভায়াকানোর বিপক্ষে মাঠে থাকতে পারেন এই ব্রাজিলিয়ান।


অন্যদিকে গত ডিসেম্বরে হাঁটুতে চোট পাওয়ার পর প্রায় এক বছরের মতো মাঠের বাইরে থাকা আলাবার অবশ্য চলতি বছরই মাঠে দেখার সম্ভাবনা কম। তার চোটের ভয়াবহতার কারণে এখনই তাকে নিয়ে ঝুঁকি নিতে রাজী নয় ক্লাবটি। তবে সাম্প্রতিক সময়ের রিয়ালের ডিফেন্ডারদের একের পর এক চোটে মাসের শেষ দিকেও ফিরতে পারেন এই অস্ট্রিয়ান।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও