ইউক্রেন যুদ্ধ ঘিরে যেকোনো পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত রুশ পররাষ্ট্রমন্ত্রীর
ইউক্রেন যুদ্ধে যেন কোনোভাবেই রাশিয়ার ‘কৌশলগত পরাজয়’ না হয়, তা নিশ্চিত করতে যেকোনো পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাশিয়ার এ পদক্ষেপ সম্পর্কে পশ্চিমাদের ধারণা দিতেই সম্প্রতি ইউক্রেনে নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে মস্কো।
নভেম্বরে পূর্ব ইউক্রেনের নিপ্রো শহরে ‘ওরেশনিক’ নামের নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া। ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করতে ওই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেছিলেন, প্রয়োজন পড়লে যুদ্ধক্ষেত্রে এমন অন্যান্য ক্ষেপণাস্ত্র কাজে লাগাবেন তিনি।
লাভরভের সাক্ষাৎকারটি গতকাল বৃহস্পতিবার সম্প্রচার করা হয়। সেখানে তিনি মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে বলেন, ‘কিয়েভ সরকারকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়া যুক্তরাষ্ট্র এবং দেশটির মিত্রদের বুঝতে হবে যে তারা রাশিয়ার যে কৌশলগত পরাজয়ের কথা বলছে, তা কোনোভাবেই আমরা সফল হতে দেব না।’
সাক্ষাৎকারে ইংরেজিতে কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘তারা (পশ্চিমা) কোনো দেশ, অঞ্চল, মহাদেশনির্বিশেষে পুরো বিশ্বের ওপর নিজেদের আধিপত্য ধরে রাখতে লড়াই করে। আর আমরা লড়াই করি আমাদের বৈধ নিরাপত্তা স্বার্থে।’