You have reached your daily news limit

Please log in to continue


ঋণ আদায়ে অ্যাননটেক্সের বন্ধকি সম্পদ বিক্রি করবে জনতা ব্যাংক

পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাননটেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সিমরান কম্পোজিট লিমিটেডের বন্ধকি সম্পদ নিলামে তুলে এক হাজার ১৬০ কোটি টাকা মন্দ ঋণ আদায়ের উদ্যোগ নিয়েছে জনতা ব্যাংক।

বাংলাদেশের অন্যতম শীর্ষ ঋণখেলাপি হিসেবে বছরের পর বছর ধরে খবরের শিরোনাম হয়ে আসছে অ্যাননটেক্স। তবে এই প্রথম কোনো ব্যাংক অ্যাননটেক্স গ্রুপের বন্ধকি সম্পত্তি নিলামে তুলতে যাচ্ছে।

সুদসহ খেলাপি ঋণ আদায়ে অর্থঋণ আদালত আইনে আগামী ২৯ ডিসেম্বর নিলামের দিন নির্ধারণ করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির জনতা ভবন করপোরেট শাখা।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অবস্থিত অ্যাননটেক্স গ্রুপের সম্পত্তি জনতা ব্যাংকে বন্ধক রাখা আছে।

এদিকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি খেলাপি ঋণ আছে জনতা ব্যাংকের। ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ৬০ হাজার ৪৮৯ কোটি টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন