জ্বললেন গোলাপি বলের রাজা স্টার্ক, ম্লান ভারতের তারকারা
অ্যাডিলেড টেস্ট (প্রথম দিন শেষে)
ভারত ১ম ইনিংস: ৪৪.১ ওভারে ১৮০।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৩ ওভারে ৮৬/১।
কি ভাই, একটু বেশিই স্লো বল?
প্রশ্নটি কি যশস্বী জয়সোয়ালকে করেছেন মিচেল স্টার্ক! পার্থে বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের ইনিংস খেলা জয়সোয়াল স্টার্ককে স্লেজিং করেছিলেন এই বলে—একটু বেশিই স্লো বল! স্টার্ক তখন বলেছিলেন, ভারতীয় ওপেনারের কথা তিনি শোনেনি। তা সেই সময় শুনুন আর না–ই শুনুন, মাত্র ১৫ টেস্ট খেলা ২২ বছর বয়সী একজন ব্যাটসম্যানের তাঁর বোলিং নিয়ে কী ধারণা, সেটা তো জেনে গেছেন স্টার্ক।
অ্যাডিলেডে ক্যারিয়ারের ৯১তম টেস্ট খেলতে নামা স্টার্কের অহমে ধাক্কা না লেগে পারে না! এ কারণেই হয়তো স্টার্ক জবাবটা দিলেন অ্যাডিলেড টেস্টের প্রথম বলেই, দুর্দান্ত এক সুইঙ্গিং ডেলিভারিতে জয়সোয়ালকেই এলবিডব্লু করে। উইকেটটি পাওয়ার পর উদ্যাপনও বেশ অনেকক্ষণ ধরে করেছেন স্টার্ক। সেটা হতে পারে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় বোলার হিসেবে সর্বোচ্চ তিনবার টেস্টের প্রথম বলে উইকেট নিতে পারায়। এর আগে এই কীর্তি ছিল শুধু ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার পেদ্রো কলিন্সের। তিনি অবশ্য একজন ব্যাটসম্যানকেই তিনবার প্রথম বলে আউট করেছেন, সেই ব্যাটসম্যান বাংলাদেশের সাবেক ক্রিকেটার হান্নান সরকার।
জয়সোয়ালকে স্টার্ক কিছু বলেছেন কি না, তা পরেই জানা যাবে। তবে প্রথম বলেই তাঁর জয়সোয়ালকে ফেরানো নিয়ে স্টার স্পোর্টসে কথা বলেছেন এই সিরিজে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা অস্ট্রেলিয়ার সাবেক কোচ জাস্টিন ল্যাঙ্গার, ‘একটা জিনিস আমি খুব অল্প বয়সেই বুঝেছি, শেষ হাসিটা বোলাররাই হাসে। আপনি তো আউট হবেনই...এখানেও মিচেল স্টার্কই শেষ হাসি হাসল।’