![](https://media.priyo.com/img/500x/https://media.assettype.com/eisamay%2F2024-12-04%2Fkacbnu6d%2FMONKEY-WITH-LOGO-THUMB.jpg?w=768&auto=format%2Ccompress&fit=max)
বিমানবন্দরে ঢুকে পড়েছে বাঁদর, ‘ধৈর্য ধরে’ বাইরের পথ দেখালেন মহিলা কর্মী
eisamay.com
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৪, ১৩:০০
বাঁদর-হনুমানের দুষ্টুমির কথা সাধারণ মানুষের অজানা নয়। কখন যে কোথায় কী করে ফেলে তারা, বোঝা খুব কঠিন। তাদের সামলাতেও বেশ বেগ পেতে হয়।
তবে সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে এক বাঁদর ঢুকে পড়েছে। তবে আরও নজর কেড়েছেন এক জন গ্রাউন্ড স্টাফ। ধৈর্য ধরে বাঁদরটিকে তিনি বিমানবন্দর থেকে বের হওয়ার রাস্তা দেখাচ্ছেন।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল