শিশুর সুরক্ষায় মায়ের ভূমিকা
যেভাবে আকর্ষণীয় শিল্পকর্ম দর্শককে অভিভূত করে; শিল্পের পাশাপাশি শিল্পীও প্রশংসা কুড়ান, তেমনি একজন মা শিল্পীর চেয়ে কোনো অংশেই কম নন। তাঁকেও দিনরাত অক্লান্ত পরিশ্রম করতে হয়। তিলে তিলে গড়ে তুলতে হয় আদরের সন্তানকে। সন্তানের পরিচর্যার পাশাপাশি চালচলন, আচার-ব্যবহারসহ অন্যান্য শিষ্টাচার শেখানোর গুরুদায়িত্বও মাকেই নিতে হয়। সতর্ক থাকতে হয় সন্তানের সুরক্ষার ব্যাপারে। ইসলামের দৃষ্টিকোণ থেকে সন্তানের প্রতিপালনে মায়ের দায়িত্ব এখানে আলোচনা করা হলো।
মা-ই সন্তানের প্রথম শিক্ষক। সে পৃথিবীতে কেমন মানুষ হবে, তার অনেকটাই নির্ভর করছে মায়ের ওপর। তাই প্রথমে মাকে সচেতন হতে হবে এবং ঘরকে সন্তানের প্রতিপালনের উপযোগী করে গড়ে তুলতে হবে। ঘরের পরিবেশ সন্তানের ব্যক্তিত্ব ও অভ্যাস গঠনে গভীর প্রভাব ফেলে। ঘর যদি হয় ইসলামের আলোয় আলোকিত এবং ইবাদতের ঘ্রাণে সুবাসিত, তাহলে আপনার শিশুর মননেও তার বিকিরণ ঘটবে। আলোকিত হবে ভেতর-বাহির। ঘরের পরিবেশে সত্যবাদিতা, সহনশীলতা, পরস্পরের প্রতি শ্রদ্ধা, মায়া-মমতার চর্চা জারি রাখতে হবে। তাহলে সন্তানও এসব গুণে সমৃদ্ধ হবে।
- ট্যাগ:
- লাইফ
- শিশুর সুরক্ষা