জ্বরে অ্যান্টিবায়োটিক খাওয়া কি বুদ্ধিমানের কাজ?

যুগান্তর প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫২

নভেম্বরের শেষ দিক থেকে প্রকৃতিতে শীতের আভাস লক্ষ করা গেছে। বর্তমান শীত তুলনামূলকভাবে শহরে কম পড়ছে। তবে শহরের সীমানা একটু পেরিয়ে গেলেই শীতের প্রভাব বোঝা যাচ্ছে। গায়ে লাগছে উত্তরে হাওয়া। আর এমন শীতল পরিস্থিতিতে বেড়েছে জ্বরের প্রকোপ। বাচ্চা থেকে বয়োবৃদ্ধ, সকলেই এই সমস্যায় ভুগতে শুরু করেছেন।



তবে মুশকিল হলো, কিছু কিছু মানুষ জ্বর এলেই অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে দিচ্ছেন। তাতেই সমস্যা থেকে দ্রুত সেরে ওঠা যাবে বলে তাদের বিশ্বাস। তবে এই ধারণার পিছনে কি কোনো যুক্তি রয়েছে? সত্যিই কি জ্বর এলেই অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করা উচিত?


জ্বর আসলেই অ্যান্টিবায়োটিক?


চিকিৎসাবিদদের মতে, জ্বরের সঙ্গে অ্যান্টিবায়োটিক খাওয়ার কোনো সম্পর্ক নেই। আসলে বেশির ভাগ ক্ষেত্রেই জ্বরের পিছনে থাকে ভাইরাসের কারসাজি। আর অ্যান্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে একবারেই কার্যকর নয়। এই ওষুধ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। যার ফলে ভাইরাল ইনফেকশনে অ্যান্টিবায়োটিক খেলে তেমন একটা উপকার মেলে না। উল্টে শরীরের হাল বিগড়ে যাওয়ার আশঙ্কা বাড়ে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও