মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, দুই বছর পর ফিরছেন আইরিন
প্রথম আলো
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪১
চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনাকে পর্দায় তুলেছেন নির্মাতা সোহেল রানা বয়াতি। প্রথম সিনেমা নয়া মানুষ নিয়ে বড় পর্দায় আসছেন এই তরুণ নির্মাতা। আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে ছবির চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। সিনেমার মূল দুই চরিত্রে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনয়শিল্পী রওনক হাসান ও মৌসুমী হামিদ।
২০২২ সালের অক্টোবরে চলচ্চিত্রটির চিত্রধারণ শুরু হয়। কিন্তু সুপারসাইক্লোন সিত্রাংয়ের তাণ্ডবে শুটিং সেট ক্ষতিগ্রস্ত হয়। শেষ পর্যন্ত কাজ বন্ধ হয়েছিল। ২০২৩ সালের ৬ এপ্রিল থেকে শুটিং শুরু হয়। ১২ এপ্রিল শুটিং শেষ হয়েছে।
২৩ অক্টোবর বিনা কর্তনে সার্টিফিকেশন সনদ পেয়েছে নয়া মানুষ। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে নান্দনিক ফিল্মসের প্রযোজনায় চলচ্চিত্রটি দর্শকের সামনে আসছে।
- ট্যাগ:
- বিনোদন
- নতুন সিনেমা
- আইরিন