নতুন জুটিতে ‘তোমাকে ভালোবাসার পর’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬
‘বিউটি সার্কাস’ সিনেমার নির্মাতা মাহমুদ দিদার সম্প্রতি তার ছোটগল্প ‘অল্টারনেটিভ’ অবলম্বনে নির্মাণ করেছেন টেলিফিল্ম ‘তোমাকে ভালোবাসার পর’।
শুক্রবার দুপুর ৩টায় চ্যানেল আইয়ে দেখা যাবে টেলিফিল্মটি। এতে জুটি বেঁধেছেন সফল খান ও রিয়া মণি নামের নতুন দুই তরুণ মুখ।
টেলিফিল্মের গল্পে দেখা যাবে, মধ্যবিত্ত পরিবারের ছেলে সফল অদ্ভুত এক জীবন যাপন বেছে নিয়েছেন। যে জীবনে মোবাইল ফোন ব্যবহার সফলের পছন্দ নয়।আর এ জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায়ই র্যাগিংয়ের শিকার হতে হয় তাকে।