এই মৌসুমে আগুন লাগলে কী করবেন
প্রথম আলো
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪
মৌসুমের পালাবদলে বেশ শুষ্ক হয়ে উঠেছে আবহাওয়া। শুষ্ক মৌসুমে আগুন লাগার ঝুঁকি বেশি থাকে। এমন দিনে হঠাৎ যদি কোথাও আগুন লেগে যায়, তা ছড়িয়েও পড়ে সহজেই। গ্রাম কিংবা শহর যেকোনো জায়গাতেই কিন্তু ঘটে যেতে পারে আকস্মিক ও মর্মান্তিক কোনো অগ্নিদুর্ঘটনা।
তাই অগ্নিদুর্ঘটনা থেকে নিরাপদ থাকতে সবারই সচেতন থাকা উচিত। অন্যান্য মৌসুমে তো বটেই, এই মৌসুমে একটু বেশি সতর্কতা প্রয়োজন। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তালিকাভুক্ত অগ্নিনিরাপত্তা পরামর্শক ও অ্যাশরে বাংলাদেশ চ্যাপ্টারের সাবেক সভাপতি প্রকৌশলী মো. হাসমতুজ্জামান।