রিউমর স্ক্যানারের প্রতিবেদন: অস্ত্র হাতে ব্যক্তি ইসকন সদস্য নন, কথিত বৌদ্ধ সন্ন্যাসী

ডেইলি স্টার প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২

ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) সদস্য অস্ত্র হাতে প্রশিক্ষণ নিচ্ছে দাবি করে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটি কথিত বৌদ্ধ সন্ন্যাসীর এবং বেশ পুরোনো বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার বাংলাদেশ।


তাদের অনুসন্ধানে উঠে এসেছে, প্রচারিত ভিডিওটিতে অস্ত্র চালানো ব্যক্তি ইসকন সদস্য নন।থাইল্যান্ড ভিত্তিক গণমাধ্যম থাইরাথ টিভির ফেসবুক পেজে গত ২ অক্টোবর প্রচারিত একটি ভিডিওর সঙ্গে ওই ছড়িয়ে পড়া ভিডিওর মিল পাওয়া যায়।


ভিডিও প্রসঙ্গে বলা হয়েছে, বৌদ্ধ অফিস থেকে প্রচারিত ভিডিওটির বিষয়ে একটি তদন্ত করা হচ্ছে। ভিডিওটিতে প্রদর্শিত ব্যক্তি যদি কোনো বৌদ্ধ মন্দির বা মঠের সন্ন্যাসী হয়ে থাকেন, তাহলে তাকে সতর্ক করার জন্য মঠাধ্যক্ষকে জানানো হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও