পরাজিত পোস্ট-ট্রুথ পলিটিকসের সাতকাহন

দেশ রূপান্তর মারুফ কামাল খান সোহেল প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪

ফেসবুকে মাসকাওয়াথ আহসানের একটা লেখা পড়ে আমার টনক নড়ল। আমি সচকিত হলাম। লেখাটি মাসকাওয়াথ লিখেছেন তার স্বভাবসুলভ ব্যঙ্গাত্মক ধাঁচে। ব্যঙ্গ লিখায় এখন বাংলাদেশে মাসকাওয়াথের জুড়ি মেলা ভার। আমি তার প্রবল ভক্ত। তার কমেডি ধাঁচের লেখাগুলো আমার কাছে নিছক রঙ্গব্যঙ্গ মনে হয় না।


পড়ে হাসতে গিয়ে অনেক সময় কণ্ঠ ছিঁড়ে কান্নাও এসে যায়। খুব গুরুতর বিষয়ও হাসির ছলে ব্যঙ্গের মোড়কে উপস্থাপন করতে জানেন তিনি। এই পারঙ্গমতার পেছনের চালিকাশক্তি হচ্ছে মাসকাওয়াথের পাণ্ডিত্য। তার নিজের জীবন ও পেশার বৈচিত্র্যের মতোই তার জ্ঞানও বর্ণাঢ্য। আর তাই মাসকাওয়াথ বয়সে কনিষ্ঠ হলেও এবং সব ক্ষেত্রে তার সঙ্গে একমত না হয়েও আমি তার অনুরক্ত ও গুণমুগ্ধ পাঠক। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও