বোতলজাত সয়াবিনের সংকট বাজারে, কয়েক দোকান ঘুরে কিনতে হচ্ছে বেশি দামে
প্রথম আলো
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১০
রাজধানীর শেওড়াপাড়া বাজারে গতকাল দুপুরে বোতলজাত সয়াবিন তেল কিনতে যান হাসিনুর রহমান। ওই বাজারে পাঁচটি মুদিদোকান ঘুরে মাত্র একটি দোকানে দুই লিটারের সয়াবিন তেলের বোতল পান তিনি। তবে সেটিও কিনতে হয়েছে বোতলের গায়ে লেখা দামের চেয়ে ১৫ টাকা বেশিতে।
হাসিনুর রহমান বলেন, ‘আমার লাগত এক লিটারের সয়াবিন তেলের বোতল; কিন্তু কয়েক দোকান ঘুরেও তা পেলাম না। তাই বাধ্য হয়ে দুই লিটারের বোতলই কিনেছি।’
শুধু শেওড়াপাড়া নয়, রাজধানীর অন্যান্য খুচরা বাজারেও বোতলজাত সয়াবিন তেল মিলছে না বললেই চলে। আর দু-এক দোকানে পাওয়া গেলেও সেগুলোতে গায়ে লেখা দামের চেয়ে ১০ থেকে ১৫ টাকা বেশি রাখছেন বিক্রেতারা।