শেয়ার কারসাজি: হিরুসহ পরিবারের সদস্যদের ১১৫ কোটি টাকা জরিমানা
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ার কারসাজির দায়ে বিতর্কিত সরকারি কর্মকর্তা আবুল খায়ের হিরু ও তার সহযোগীসহ বেশ কয়েকজন বিনিয়োগকারীকে শতাধিক কোটি টাকা জরিমানা করা হয়েছে।
এরমধ্যে হিরু এবং তার স্ত্রী, বাবা ও বোনকে করা মোট জরিমানার পরিমাণ ১১৫ কোটি ২০ লাখ টাকা।
বৃহস্পতিবার সমবায় অধিদপ্তরের কর্মকর্তা হিরুকে ফরচুন স্যুজ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এনআরবি কমার্শিয়াল ব্যাংক ও সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের শেয়ার দরে করসাজির ঘটনায় মোট ৩২ কোটি ৪৬ লাখ টাকা জরিমানা করা হয়।
এ চার কোম্পানির শেয়ার কারসাজিতে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তার পিতা আবুল কালাম মাতবর, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান ও বোন কনিকা আফরোজকে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। হিরুর অধীনে থাকা ডিআইটি কো অপারেটিভ লিমিটেডকে পৃথকভাবে জরিমানা করা হয়েছে।
কমিশন সভায় নেওয়া এ সিদ্ধান্ত পরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বিসিএইসি (বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন)।