অভিষিক্ত এক তরুণের কাছে হারল পাকিস্তান

প্রথম আলো প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৪, ২৩:০৩

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরু আর টি-টোয়েন্টি সিরিজের শেষটা একইভাবে করল জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৮০ রানে হারিয়েছিল তারা।


এবার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানকে সিকান্দার রাজার দল হারিয়েছে ২ উইকেটে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে এ দুটি ম্যাচই জিতেছে জিম্বাবুয়ে।

বুলাওয়েতে পাকিস্তানের করা ১৩২ রান জিম্বাবুয়ে তাড়া করেছে ১ বল হাতে রেখে। জয়ের জন্য শেষ ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল ১২ রান। পেসার জাহানদাদ খানের করা ইনিংসের শেষ ওভারের প্রথম দুই বলেই অভিষিক্ত টিনোটেন্ডা মাপোসা এক ছক্কা ও এক চারে তোলেন ১০ রান। এরপর বাকি আনুষ্ঠানিকতাটুকুও সহজে সেরেছে তারা।


দুটি সিরিজে দুটি ম্যাচ হেরে গেলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে পাকিস্তানই। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে পাকিস্তান জিতেছে বেশ বড় ব্যবধানেই। প্রথম ম্যাচে ৫৭ রানে হারের পর পরের ম্যাচে ১০ উইকেটে। তবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সান্ত্বনার জয় পেয়েছে জিম্বাবুয়ে। সান্ত্বনার হলেও নানা বাস্তবতায় জিম্বাবুয়ের জন্য এই জয় অনেক গুরুত্বপূর্ণ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও