শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ভূমিকার সময় আসেনি’: মুখপাত্র
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর উদ্যোগ নেওয়ার কথা এর আগে বলা হলেও পররাষ্ট্র মন্ত্রণালয় এখন বলছে, তাদের ভূমিকা নেওয়ার সময় আসেনি।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রফিকুল আলম বলেন, শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একমাত্র ‘অংশীজন’ নয়। অন্যান্য মন্ত্রণালয়ও এক্ষেত্রে জড়িত।
“আমাদের রোল প্লে করার সময় এখনও আসেনি। আমাদের রোল প্লে করার সময় যখন আসবে, তখন আমরা সেটা করব।”
গত ৫ অগাস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর থেকে শেখ হাসিনা ভারতে আছেন। জুলাই-অগাস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ‘নির্বিচারে হত্যাকাণ্ডের’ অভিযোগে আওয়ামী লীগ সভাপতিসহ নেতাদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
১৮ অক্টোবর এক আদেশে এক মাসের মধ্যে আওয়ামী লীগ সভাপতি হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও অন্য আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।