যেসব আইফোনে বন্ধ হতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ

যুগান্তর প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৫০

হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ হারাতে যাচ্ছেন অনেকেই। বেশ কিছু আইফোনে বন্ধ হতে যাচ্ছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটির পরিষেবা। আগামী বছর অর্থাৎ ২০২৫ সাল থেকে কার্যকর হবে এ নিয়ম। আইফোন ১৫ কিংবা তার থেকে পুরোনো অপারেটিং সিস্টেমের সাহায্যে যেসব আইফোন পরিচালিত হয় সেগুলোতে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। খবর ওয়েবেটাইনফো। 


এ তালিকায় থাকবে, আইফোন ৬ প্লাস, আইফোন ৬, আইফোন ৫এস। নতুন আইফোনের মডেল যেগুলো আইফোন ১৫-র থেকে বেশি ভার্সনের আইওএস দ্বারা পরিচালিত হয় সেগুলোতে স্বাভাবিকভাবেই কাজ করবে হোয়াটসঅ্যাপ।


আইওএস ১২-এর কম ভার্সনের আইওএস-এর সাপোর্ট থাকলে সেই ফোনে আর কাজ করে না হোয়াটসঅ্যাপ। তবে আগামী ৫ মে, ২০২৫ থেকে এ মাপকাঠি হতে চলেছে আইওএস ১৫.১। আইফোন ৬, আইফোন ৬ প্লাস এবং আইফোন ৫এস লঞ্চ হয়েছে প্রায় এক দশক আগে। ফলে এগুলোয় আইওএস ১২ আপডেট না থাকাটাই স্বাভাবিক। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও