You have reached your daily news limit

Please log in to continue


শীতে ঘর উষ্ণ রাখবেন যে উপায়ে

শীতকাল শুরু হয়ে গেছে। বছরের এ সময়টি অন্য সময়ের চেয়ে আলাদা। তাই দরকার হয় নানা রকম প্রস্তুতি। এই মৌসুমে ঠাণ্ডায় কাবু হয়ে পড়েন অনেকেই। শরীরে বাঁধে নানা রকম শীতকালীন অসুখ। বিশেষ কাজ ছাড়া তেমন কেউ বাইরে বের হতে চান না। তাই ঘরটিও রাখতে হয় উষ্ণ।

শীতকালে কখন ঘরের পর্দা বা জানালা খোলা ও বন্ধ রাখবেন এটি গুরুত্বপূর্ণ।

কারণ এগুলো শুধু সৌন্দর্যবর্ধকই নয়, ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতেও এদের ভূমিকা আছে। এ ছাড়া আরো বিভিন্ন উপায় আছে, যেগুলোর মাধ্যমে ঘর উষ্ণ রাখা যায়। এমন কিছু সহজ উপায় তুলে ধরা হয়েছে ফ্যামিলি হ্যান্ডিম্যানের এক প্রতিবেদনে। কী সেই উপায়গুলো চলুন দেখে নিই-

ফয়েল পেপার

শীতের মৌসুমে ঘর ঠাণ্ডা রাখার অন্যতম উপায় হলো ফয়েল পেপারের ব্যবহার। এই পেপারগুলো মূলত অ্যালুমিনিয়ামে তৈরি। আর অ্যালুমিনিয়াম খুব ভালো তাপ পরিবাহী। এ ছাড়া এটি তাপ প্রতিফলনও করে। রান্নাঘরের দেয়ালে কিছু ফয়েল পেপার লাগিয়ে দিন। চুলার আশপাশে হলে ভালো হয়। এতে তাপ প্রতিফলিত হয়ে ঘর উষ্ণ করে তুলবে।

পোড়ামাটির হিটার

ঘর উষ্ণ রাখার জন্য এটি অত্যন্ত সাশ্রয়ী উপায়। এটি করতে প্রথমে একটি মাটির তৈরি ফুলদানি বা এ রকম কোনো পাত্র নিন। এবার পাত্রটিকে একটি জ্বলন্ত মোমবাতির ওপর উল্টো করে বসিয়ে দিন। তবে লক্ষ রাখতে হবে পাত্রটির নিচের দিকে যাতে ফাঁকা থাকে এবং মোমবাতি জ্বলার মতো পর্যাপ্ত অক্সিজেন পায়। এই প্রক্রিয়ায় পাত্রটি উষ্ণ হয়ে উঠবে এবং সেই তাপে ঘর উষ্ণ থাকবে।

গরম পানির বোতল

শীতের রাতে বিছানা ঠাণ্ডা হয়ে যায়। তাই ঘুমাতে যাওয়ার আগে কম্বল বা লেপের নিচে একটি গরম পানির বোতল রেখে দিন। তবে সাধারণ প্লাস্টিকের বোতল নয়। এ ক্ষেত্রে ব্যবহার করতে হবে, বিশেষভাবে রাবারের তৈরি হট ব্যাগ। কেননা রাবার তাপ ধরে রাখে। কম্বল-লেপের নিচে এ ধরনের বোতল রেখে দেওয়ার ফলে রাবার ও পানির তাপে বিছানা উষ্ণ হয়ে উঠবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন