দেশে ফিরে বাংলাদেশের কনসার্ট নিয়ে যা বললেন আতিফ আসলাম
গত মাসের শেষ দিকে বাংলাদেশে হাজির হয়েছিলেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। অংশ নিয়েছিলেন ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে। তাকে ঘিরে বাংলাদেশী ভক্তদের উম্মাদনা ছিল দেখার মতো। ওই দিন রাত নয়টায় মঞ্চে উঠে টানা তিন ঘণ্টা ননস্টপ পারফরম্যান্সে দর্শক হৃদয়ে ঝড় তোলেন এই গায়ক।
যদিও আয়োজকদের সঙ্গে ১ ঘণ্টা ২০ মিনিট পারফর্ম করার চুক্তি হয়েছিল আতিফ আসলামের। কিন্তু দর্শকদের ভালোবাসায় অভিভূত হয়ে মঞ্চে বেশি সময় গান করেন এই গায়ক।
সেদিনের কনসার্ট শেষ হয়ে গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে আতিফকে নিয়ে চর্চা চলছেই। জনপ্রিয় গায়কের গান আর অমায়িক ব্যবহার মুগ্ধ করেছে বাংলাদেশের শ্রোতাদের।
এবার আতিফও এক পোস্টে বাংলাদেশের কথা জানালেন।
আতিফ আসলাম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে উঠে এসেছে কনসার্টের এক টুকরো বাংলাদেশ। এক মিনিটের ভিডিওতে কনসার্টের বিভিন্ন মুহূর্ত তুলে ধরেছেন এই গায়ক।
- ট্যাগ:
- বিনোদন
- কনসার্ট
- অভিজ্ঞতা বিনিময়
- আতিফ আসলাম