You have reached your daily news limit

Please log in to continue


আজ জিন্স প্যান্ট পরেছেন তো?

জিন্সের প্যান্ট পরতে নারী-পুরুষ সবাই কমবেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এই প্যান্ট দীর্ঘদিন পরিধান করা যায়। আবার এর রংও কখনো একেবারে নষ্ট হয় না। সবদিক বিবেচনা বিশ্বজুড়ে জিন্স প্যান্টের চাহিদা তুঙ্গে।

মূলত পশ্চিমা ফ্যাশনের অন্যতম ভিত্তি হলো এই জিন্স। ধারণা করা হয়, একজন আমেরিকান সাত জোড়া জিন্স কেনেন বছরে। জিন্সের জন্ম ১৮০০ শতকে।

তবে ব্লু জিন্সের জন্মদিন হিসেবে ধরা হয় ১৮৭৩ সালের ২০মে দিনটিকে। কারণ এই দিনেই জ্যাকব ডেভিস এবং লেভি স্ট্রস অ্যান্ড কোং কোম্পানি ব্লু জিন্সের অফিশিয়াল পেটেন্ট পেয়েছিলেন।

আজ ব্লু জিন্স দিবস। প্রতিবছর ৫ ডিসেম্বর আমেরিকায় এই দিবস পালন করা হয় জাতীয়ভাবে। বিশ্বের বিভিন্ন দেশেও পালিত হয় এই দিবস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন