১২০ দিন থাকবেন পানির নিচে

প্রথম আলো প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯

রেকর্ড গড়তে মানুষ কত কিছুই না করে। এই যেমন জার্মানির ৫৯ বছর বয়সী এক নাগরিক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়তে ৬০ দিন ধরে পানির নিচে বসবাস করছেন। পানির নিচে নির্দিষ্ট একটি জায়গায় থাকছেন তিনি।


রুডিগার কোচ নামের এই ব্যক্তি পেশায় প্রকৌশলী। পানামার পুয়ের্তো লিন্ডো এলাকার উপকূলে ক্যারিবীয় সাগরে পানিতে একটি ডুবো ক্যাপসুলের মধ্যে দুই মাস ধরে তিনি বসবাস করছেন। সেখানেই তিনি কাজকর্মও চালিয়ে যাচ্ছেন।


কোচ আছেন সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ মিটার বা ৩৬ ফুট নিচে। সেখানে অবশ্য তাঁকে একেবারে নিঃসঙ্গ বলা যাবে না। ৩২২ বর্গফুট আয়তনের একটি ক্যাপসুলের ভেতর তিনি থাকছেন। এতে রয়েছে একটি বহনযোগ্য টয়লেট। তাঁর সময় কাটানোর জন্য রয়েছে অত্যাধুনিক নানা আয়োজন। আছে টেলিভিশন, কম্পিউটার, একটি শয্যা, ব্যায়ামের জন্য স্থির সাইকেল, সৌরবিদ্যুৎ, স্যাটেলাইট ইন্টারনেট ইত্যাদি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও