বিশ্বাস করুন আর না–ই করুন, ইউক্রেন থেকে ভালো কিছু খবর জন্ম হচ্ছে।
জরিপ সংস্থা গ্যালাপের মতামত জরিপে থেকে দেখা যাচ্ছে, সংখ্যাগরিষ্ঠ ইউক্রেনীয় চান যত তাড়াতাড়ি সম্ভব শান্তি আলোচনা যেন শুরু করা হয়।
কমবেশি ৫২ শতাংশ মানুষ রাশিয়ার সঙ্গে পুরোপুরি সামরিক বিজয় না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রশ্নটি খারিজ করে দিয়েছেন। অথচ ভলোদিমির জেলেনস্কি ও পশ্চিমা সরকারগুলোর যুদ্ধ চালিয়ে যাওয়ার নীতির ভিত্তি হলো এই ধারণাটি।
এটা নিশ্চিত করেই দুই বছর আগের অবস্থান থেকে উল্লেখ করার মতো পরিবর্তন। সে সময়ে ইউক্রেনের মাত্র ২৭ শতাংশ মানুষ শান্তি আলোচনা ধারণায় সমর্থন জানিয়েছিলেন।