ফ্রান্সে অনাস্থা ভোটে হারলেন প্রধানমন্ত্রী বার্নিয়ে, সরকারের পতন
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:১৩
ফ্রান্সের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে গেছেন দেশটির প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। এর ফলে সরকার প্রধানের পদে নিয়োগ পাওয়ার প্রায় তিন মাসের মাথায় সরে যেতে হচ্ছে তাকে।
শিগগিরই তিনি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে ক্ষমতাচ্যুত হওয়ার পর ফ্রান্সে সরকারের পতন হয়েছে। ফরাসি সংসদ সদস্যরা তার বিরুদ্ধে আনা প্রস্তাবের সমর্থনে অপ্রতিরোধ্যভাবে ভোট দিয়েছেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অনাস্থা ভোট