অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা
অ্যাসাইকুডা ওয়ার্ল্ড। নাম শুনে অনেকটা পার্কের মতো মনে হলেও এটি আদতে আমদানি-রপ্তানি শুল্কায়নের একটি স্বয়ংক্রিয় পদ্ধতি। আন্তর্জাতিকভাবে ব্যবহৃত এই সফটওয়্যারটি দেশেও ব্যবহৃত হচ্ছে বহু বছর ধরে। তবে সম্প্রতি এর আপডেট ভারসনে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। একে কেউ কেউ সফটওয়্যারেরই ত্রুটি বলছেন। আবার কেউ বলছেন, ব্যবহারকারীদের অসতর্কতার কারণেই দুর্ঘটনা ঘটছে।
আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের লেনদেনসহ স্পর্শকাতর অনেক তথ্য-উপাত্ত থাকে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে। সাম্প্রতিক সময়ে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে হ্যাক ও অবৈধ প্রবেশের ঘটনা ঘটায় উদ্বেগ বেড়েছে ব্যবসায়ীদের মধ্যে।
সংশ্লিষ্টরা জানান, কম্পিউটারাইজড সিস্টেমটি ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (আনঙ্কাড) দ্বারা একটি দেশের কাস্টমস পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছে। ১০২টি দেশ বর্তমানে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের মাধ্যমে আমদানি ও রপ্তানি কার্যক্রম পরিচালনা করে। অ্যাসাইকুডা, অ্যাসাইকুডা প্লাস প্লাস ও অ্যাসাইকুডা ওয়ার্ল্ড- তিনটি প্রজন্মের মধ্যে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সবচেয়ে সাম্প্রতিক সংস্করণ।