পোশাকে দাগ লেগেছে কী করবেন
দেশ রূপান্তর
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪
জামা-কাপড়ে অসাবধানতাবশত খাবার পড়ে যেতে পারে। আর খাবার পড়ে দাগ হওয়া স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো, এই দাগ তুলবেন কীভাবে। বাড়িতেই খুব সহজে এসব দাগ তুলতে পারবেন। উপায় জেনে নিন
কলমের কালির দাগ যদি কাপড়ে লেগে যায় তাহলে একটি জার বা কাঁচের পাত্র নিয়ে কাপড়টি টানটান করে বিছিয়ে নিতে হবে। তারপর রাবিং অ্যালকোহল ড্রপারের সাহায্যে দাগের ওপর দিলে কালিগুলো শুষে নিচে পড়বে। তারপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিলেই হবে। পোশাকে খাবার পড়ে তেলের দাগ হয়ে গেলে ওই জায়গাটিতে ট্যালকম পাউডার ভালো করে ছড়িয়ে দিন। এবার ওই অংশটির ঠিক নিচের দিকে একটি ব্লটিং পেপার রাখুন। আরও কিছুটা পাউডার নিয়ে দাগের জায়গাটিতে ভালো করে ঘষে দিন।
- ট্যাগ:
- লাইফ
- পোশাকের যত্ন
- পোশাকের রঙ