সামাজিক অপরাধ প্রতিরোধ ও প্রতিকার
অতি সম্প্রতি ঘটে যাওয়া সামাজিক অপরাধের ধরন ও মাত্রা দেখে মনে হয়, আমরা একটি কঠিন সময় অতিক্রম করছি। ৫ আগস্ট সরকার পতনের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেও ধীরে ধীরে পরিস্থিতির অনেক উন্নতি হয়। আর তখনকার অস্থিরতা এবং অপরাধের মাত্রা ও ধরন ছিল রাজনৈতিক, ব্যক্তিগত আক্রোশ এবং দীর্ঘদিনের ক্ষোভ ও বঞ্চনার বহিঃপ্রকাশ। কিন্তু বর্তমান সময়ের অস্থিরতা ও অপরাধের সঙ্গে রাজনীতি কিংবা রাজনৈতিক আক্রোশের কোনো সম্পর্ক নেই।
তবে আমাদের সামগ্রিক অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে এর কোনো সম্পর্ক থাকলেও থাকতে পারে। ঘটনাগুলো একদিকে যেমন হৃদয়বিদারক; অন্যদিকে অমানবিক ও পৈশাচিক, যার পেছনে কাজ করে দুর্বল মানসিকতা, মনোজগতে বৈকল্য, সামাজিক অস্থিরতা ও প্রতিযোগিতা এবং নিজের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থতা। এগুলো আবার একটির সঙ্গে অন্যটি সম্পর্কযুক্ত। মৌলিক চাহিদা পূরণ না হলে অস্থিরতা তৈরি হয়।