ইসকন, ভারতীয় মিডিয়া ও অন্তর্বর্তী সরকারের অন্তর্ঘাত
কিছু ভারতীয় টিভি ও নিউজ মিডিয়া ২০২৪-এর ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ বিষয়ে সাংবাদিকতা ভুলে প্রপাগান্ডা মেশিনে পরিণত হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু নিয়ে কিছু ঘটার সঙ্গে সঙ্গে তাদের প্রচার-প্রচারণা দেখলে মনে হবে বাংলাদেশে হিন্দুদের ওপর গণহত্যা শুরু হয়ে গেছে। ফার্স্টপোস্টের পালকি শর্মা, রিপাবলিক টিভির ময়ুখ চৌধুরীর সংবাদ পরিবেশনা দেখলে মনে হবে সমান্তরাল আরেকটা পৃথিবীতে বাংলাদেশ নামে আরেকট দেশ আছে, যেখানে হিন্দুদের মেরেকেটে ছারখার করে দেয়া হচ্ছে।'
তবে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর, বিশেষ করে হিন্দুদের ওপর যে কোনো হামলা হয়নি, তাও সত্যি নয়। অবশ্যই বেশকিছু নাশকতামূলক আক্রমণের শিকার হিন্দু জনগোষ্ঠী হয়েছে। গত ১২ সেপ্টেম্বর প্রকাশিত প্রথম আলোর একটি প্রতিবেদন অনুযায়ী, ৫ থেকে ২০ আগস্ট পর্যন্ত হামলার শিকার সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৬৮। সংখ্যাটি অনেক মনে হলেও এর মধ্যে কমপক্ষে ৫০৬টি স্থাপনার মালিক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত। গত ১৬ বছরে আওয়ামী দুঃশাসনে অতিষ্ঠ জনগণ নিপীড়কদের সহযোগীদের ওপর মূলত হামলা চালিয়েছে। বাকি অনেকগুলো আক্রমণও দেখা যাবে আওয়ামী রাজনীতির মদদপুষ্ট হিন্দুদেরই আক্রমণ করা হয়েছে। শুধু হিন্দু হওয়ার কারণে সাম্প্রদায়িক আক্রমণের সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ার কথা। এছাড়া একই প্রতিবেদনে দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়।