কিউআর কোড দিয়ে যুক্ত হওয়া যাবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে

বণিক বার্তা প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪

মেটা মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ চ্যানেল ফিচারটির সঙ্গে নতুন কিউআর কোড সংযোগ সুবিধা চালু করতে যাচ্ছে। এ ফিচারের মাধ্যমে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে সহজেই তথ্য পাওয়া যাবে। বিশেষ করে ব্যবসাপ্রতিষ্ঠান, সম্প্রচারকারী এবং কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এটি বিশেষভাবে কার্যকরী হবে।


প্রযুক্তিসংশ্লিষ্ট ওয়েবসাইট নিউজএইটিনের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ এবার চ্যানেলের জন্য কিউআর কোড ফিচার চালু করছে। লিংক শেয়ারের ঝামেলা ছাড়াই এখন কেবল একটি স্ক্যানের মাধ্যমে দ্রুত চ্যানেলে যোগদান করা যাবে। বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক (বেটা) পর্যায়ে রয়েছে ও কিছু নির্বাচিত ব্যবহারকারী সুবিধাটি নিতে পারছে। হোয়াটসঅ্যাপের আইওএস ও অ্যান্ড্রয়েডের সর্বশেষ বেটা ভার্সনে কিউআর কোড ফিচারটি দেখা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও