ওয়েবসাইট বিশ্বাসযোগ্য কিনা জানাবে গুগল ক্রোম
বণিক বার্তা
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩
বিশ্বব্যাপী জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোমে নতুন একটি ফিচার আসতে যাচ্ছে। এর মাধ্যমে একটি ওয়েবসাইট কতটা বিশ্বাসযোগ্য তা দ্রুত জানা যাবে। খবর দি ইন্ডিয়ান এক্সপ্রেস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে টিপস্টার (নির্দিষ্ট বিষয়ে তথ্য, পূর্বাভাস বা পরামর্শ দেন যিনি) লিওপেভা৬৪ বলেছে, ক্রোমের জন্য ‘স্টোর রিভিউস’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত নতুন ফিচার নিয়ে কাজ করছে গুগল। এর মাধ্যমে একজন ব্যবহারকারী ট্রাস্ট পাইলট, স্ক্যাম অ্যাডভাইজারসহ আরো অনেক স্বতন্ত্র ওয়েবসাইটের রিভিউগুলোর সারসংক্ষেপ জানতে পারবেন, যা ওয়েবসাইটের বিশ্বস্ততা সম্পর্কে ধারণা দেবে।