তিন বছর পর আবার ক্যাশ সার্ভার স্থাপনের অনুমোদন দিয়েছে বিটিআরসি

বণিক বার্তা প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩

ইন্টারনেটের গতি বৃদ্ধির জন্য ক্যাশ সার্ভার স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ অনুমোদনের ফলে আইআইজি, এনআইএক্স, মোবাইল অপারেটর ও ন্যাশনওয়াইড আইএসপি অপারেটর প্রান্তে ক্যাশ সার্ভার স্থাপন করা যাবে। গতকাল বিটিআরসির এক নির্দেশনায় ক্যাশ সার্ভার স্থাপনের অনুমোদন দেয়ার কথা জানানো হয়।


এর আগে ২০২১ সালের ২ ফেব্রুয়ারি এক নির্দেশনায় ক্যাশ সার্ভার স্থাপনে নিষেধাজ্ঞা দেয় বিটিআরসি। তখন জাতীয় নিরাপত্তার স্বার্থের অজুহাতে এই সার্ভার বন্ধ করে দেয়া হয়। মিথ্যা তথ্য বা গুজব যেন দ্রুত সারা দেশে ছড়িয়ে না পড়ে এবং সেটা অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণ করা যায় এজন্য এসব ক্যাশ সার্ভার সরিয়ে ফেলা হয়। গুগল ও ফেসবুককে শৃঙ্খলার মধ্যে আনতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানায় নিয়ন্ত্রক সংস্থাটি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও