সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে ‘তারুণ্য মেলা’
‘তারুণ্যের উৎসব’ এর অংশ হিসেবে হাই স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হবে ‘তারুণ্য মেলা’।
এ উৎসব বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘ফ্যাসিবাদী’ কার্যক্রম নিয়ে তথ্য চিত্র প্রদর্শন ও ‘ফ্যাসিবাদ বিরোধী ব্যক্তিদের’ নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সেইসঙ্গে শিক্ষাঙ্গণে প্রতিদিন পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে, সপ্তাহে একদিন ক্লাসে ‘উদ্যোক্তাদের সফলতার কাহিনি’ তুলে ধরতে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে ‘পলিথিন প্লাস্টিক’ বিরোধী সমাবেশ আয়োজন করতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।
‘তারুণ্যের উৎসব’ উদযাপনে সরকারি-বেসরকারি হাই স্কুল, কলেজ এবং পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে এসব কর্মসূচি আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সঙ্গে আগামী ৩০ ডিসেম্বর শুরু হতে যাওয়া ‘তারুণ্যের উৎসব’ বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এসব কার্যক্রম বাস্তবায়ন করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) নির্দেশ দেওয়া হয়েছে।
‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তারুণ্যের উৎসবের আনুষ্ঠানিক যাত্রা হবে এবারের বিপিএল দিয়ে। আগামী ৩০ ডিসেম্বর শুরু বিপিএলের নতুন আসর। ১২টির বেশি মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রায় দুই মাস ধরে চলবে তারুণ্যের উৎসব।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শিক্ষা প্রতিষ্ঠান
- ফ্যাসিবাদী