অস্কারের দৌড়ে পাকিস্তানের প্রথম হাতে আঁকা অ্যানিমেশন ফিল্ম
৯৫তম অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে সংক্ষিপ্ত তালিকায় নাম উঠেছিল সাইম সাদিকের সাড়া জাগানো সিনেমা ‘জয়ল্যান্ড’র। শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়ন না পেলেও সংক্ষিপ্ত তালিকাতে নাম উঠিয়েই ইতিহাস গড়েছিল তারা। এবার ৯৭তম অস্কারে দুই বিভাগে সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়ে রীতিমত ইতিহাস গড়েছে পাকিস্তানের প্রথম হাতে আঁকা অ্যানিমেটেড ফিচার ফিল্ম ‘দ্য গ্লাসওয়ার্কার’।
নভেম্বরে অস্কার কর্তৃপক্ষ জানায়, সেরা অ্যানিমেটেড ফিচার বিভাগে ৩১টি সিনেমাকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে। সে তালিকায় বিশ্বজুড়ে সাড়া জাগানো ‘ডেস্পিকেবল মি ৪’, ‘ইনসাইড আউট ২’, ‘কুং ফু পান্ডা ৪’, ‘দ্য ওয়াইল্ড রোবট’-এর মতো সিনেমার সঙ্গী হয়েছে দ্য গ্লাসওয়ার্কারও।
এছাড়া সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগেও সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে হাতে আঁকা এই অ্যানিমেটেড ফিল্ম।
দুই বিভাগেই পাঁচটি করে সিনেমা চূড়ান্ত মনোনয়ন পাবে। যার মধ্যে অ্যাকাডেমি ভোটারদের কাছ থেকে সবচেয়ে বেশিসংখ্যক ভোট পাওয়া সিনেমাগুলোকে আগামী বছরের ৩ মার্চ আনুষ্ঠানিকভাবের পুরস্কৃত করা হবে।