সেই মঞ্চনাটকে অভিনয় করবেন নওশাবা
শিল্পকলা একাডেমিতে শো বন্ধ করে দেওয়া সেই নাটকে যুক্ত হলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। আসছে (৬ ডিসেম্বর) শুক্রবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে রয়েছে তীরন্দাজ রেপার্টরি থিয়েটারের ‘কণ্ঠনালীতে সূর্য’ নাটকের পরপর দুটি প্রদর্শনী।
তৎকালীন শিল্পকলা একাডেমি প্রশাসনের বাধায় নাটক ও একটি আলোচনা সভা আয়োজন করেও সেটি করতে পারেনি তীরন্দাজ। এমনকি শিল্পকলায় নাটক মঞ্চায়নে তাদের ওপর ছিল অলিখিত নিষেধাজ্ঞা। আট বছর এবার একই আয়োজন নিয়ে শিল্পকলায় ফিরছে তীরন্দাজ রেপার্টেরি। এই নাটকে যুক্ত হওয়া প্রসঙ্গে কাজী নওশাবা আহমেদ জাগো নিউজকে বলেন, ‘এই নাটকে প্রাণীর প্রতি সহমর্মীতার একটা বার্তা আছে। প্রস্তাব দেওয়া মাত্র আমি রাজি হয়ে যাই। মাত্র চার দিন রিহার্সাল করার সুযোগ পেয়েছি। আজ টেকনিক্যাল শো আছে। নাটকের সঙ্গে টুগেদার উই ক্যানের একটি সাইলেন্ট পাপেট পারফরমেন্সও থাকবে।’
এর আগে ২০১৬ সালের ২০ জুলাই শিল্পকলা একাডেমিতে ‘কণ্ঠনালীতে সূর্য’ নাটক মঞ্চায়ন ও ‘বাকবিতণ্ডা ও বাহাস’ শিরোনামে একটি আলোচনা অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। সেখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সেই বাহাসে আলোচনা করার কথা ছিল তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের।