শীতে পায়ের শুষ্ক ত্বক কোমল করুন ঘরোয়া উপায়ে
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯:১৮
শীত আসার সঙ্গে সঙ্গে পায়ের ত্বকে দেখা দেয় শুষ্কতা ও রুক্ষতা। শীতল বাতাস ও শুষ্ক আবহাওয়া ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট করে। ফলে পায়ের ত্বক নিষ্প্রাণ, ফাটা এবং কখনো কখনো চুলকানির মতো সমস্যায় ভুগতে হয়।
আজকের প্রতিবেদনে জানবেন পায়ের ত্বক কোমল ও মসৃণ রাখার কিছু সহজ উপায়।
চলুন দেখে নেওয়া যাক।
শীতে পায়ের ত্বক রুক্ষ হওয়ার কারণ
- শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকায় ত্বক শুষ্ক হয়ে পড়ে।
- পানি কম খেলে শরীরের আর্দ্রতা কমে যায়।
- গরম পানি দিয়ে পা ধোয়া আরামদায়ক হলেও এটি ত্বকের আর্দ্রতা কমিয়ে দেয়।
- শীতকালে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার না করলে ত্বক শুষ্ক হয়ে যায়।
পায়ের ত্বক কোমল রাখতে যা করবেন
কুসুম গরম পানি: গরম পানির পরিবর্তে কুসুম গরম পানি ব্যবহার করলে ত্বকের প্রাকৃতিক তেল ঠিক থাকে।
ময়েশ্চারাইজার ব্যবহার: পা ধোয়ার পর অবশ্যই পায়ের ত্বকে ময়েশ্চারাইজার বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন। শীতকালে ঘন ময়েশ্চারাইজার সবচেয়ে ভালো।