মিরাজের বিশ্বাসের প্রতিদান দিতে পেরে খুশি নাহিদ রানা
দেশের বাইরে আরেকটি টেস্ট জয় বাংলাদেশ দলের। মাঠের ক্রিকেটে টানা কয়েক মাসের ব্যর্থতার পর এ যেন মরুর বুকে পানির সন্ধান। পাকিস্তান সিরিজের পর থেকেই খুব একটা ভালো ফলাফল করতে পারছিল না টাইগাররা। তবে গতকাল মঙ্গলবার সব হিসেব উলটে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে ১০১ রানের জয় তুলে নিয়েছে মেহেদী হাসানের দল।
আর এই জয়ের পেছনে মূল কাজের কাজ করেছেন ফাস্ট বোলার নাহিদ রানা। ১৫০ গতির এই বোলারের কাছে ক্যারিবিয়ান ব্যাটাররা হয়েছেন দিশেহারা। প্রথম ইনিংসে গতিময় এই পেসারের ৫ উইকেটের ফলে ম্যাচে ফেরে বাংলাদেশ দল। ১৮ রানের ছোট কিন্তু কার্যকরী লিডটাই বাংলাদেশকে ম্যাচে আত্মবিশ্বাস জুগিয়েছিল পরের দুই দিন। দ্বিতীয় ইনিংসে এসেও রানা নিয়েছেন ১ উইকেট। সবমিলিয়ে জয়ী ম্যাচে বেশ বড় অবদান রেখছেন নাহিদ রানা।
ম্যাচ জয়ের পর জ্যামাইকা থেকে ঢাকা পোস্টের ক্রীড়া প্রতিবেদক সাকিব শাওনকে জানিয়েছেন নিজের অনূভুতি, ভালো লাগা এবং দলের বিশ্বাসের কথা। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো-